আবীরের দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির ছাত্র আবীরের দাফন সম্পন্ন হয়েছে। কোম্পানীগঞ্জের সাদা পাথর বেড়াতে গিয়ে ধলাইয়ে নিখোঁজ আবীরের লাশ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাদা পাথর বাংকার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আবীর সিলেটের লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।
আবীরের নামাজের জানাযা বুধবার সকাল ১০টায় খাসদবির জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তবে জানাযা বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে সকাল ১০টায় করা হয়।
জানাযা শেষে হজরত শাহলালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার কয়েকজন বন্ধুকে নিয়ে সাদা পাথর বেড়াতে গিয়েছিলেন তিনি। এরপর ধলাই নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান। ডুবুরিরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। অবশেষে মঙ্গলবার তার লাশ ভেসে উঠে।