শাহপরানে যুবলীগের দুপক্ষের সংঘর্ষ: আটক ৯
নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল সড়কের শাহপরানে যুবলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী ৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ সংঘর্ষে পুলিশের এসআই শাখাওয়াতসহ তিনজন আহত হন। এছাড়াও তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও কয়েকটি দোকানপাট ভাঙচুর হয়েছে