শনিবার থেকে অনলাইন প্রেসক্লাবের সদস্য ফরম বিতরণ শুরু
নিউজ ডেস্ক: সিলেটের অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘সিলেট অনলাইন প্রেসক্লাবের’ সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে। ৬ জুলাই শনিবার থেকে ২১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ‘সিলেট অনলাইন প্রেসক্লাবের’ এর নিজস্ব কার্যালয় হতে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
আগ্রহী অনলাইন সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ অনুরোধ জানিয়েছেন।