গোলাপগঞ্জের জুনু মিয়ার দুটি কিডনি বিকল,সহযোগীতা কামনা
সিলেট গোলাপগঞ্জ থানার বাঘা ইউনিয়নের খালপার গ্রামের কুতুব আলীর বড় ছেলে জুনু মিয়ার (২২) দুটি কিডনি বিকল হয়ে পড়েছে।কুতুব আলী একজন দিন মজুর,কোন রকম খেয়ে পড়ে জীবন যাচ্ছে তার,এক বছর আগে তার ছেলে জুনু মিয়ার কিডনিতে সমস্যা ধরা পড়ে,ছেলের চিকিৎসা করতে গিয়ে সহায় সম্ভল বিক্রি করে বহু টাকা ঋণ করে এখন সর্বশান্ত।
জুনু মিয়ার পিতা কুতুব আলী জানান,বর্তমানে তার ছেলে ডা.নাজমুস সাকিবের অধীনে চিকিৎসা নিচ্ছেন,ডাক্তার জানিয়েছে তাকে বাচাতে হলে তার কিডনি প্রতিস্থাপন করতে হবে।কিন্তু পারিবারিক অস্বচ্ছলতা থাকায় তাদের পক্ষে এ ব্যায়বহুল চিকিৎসা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। তাই কোন উপায়ন্তর না দেখে তিনি তার ছেলের চিকিৎসা খরচ চালিয়ে নিতে সমাজের বিত্তবান মানুষদের প্রতি সহযোগীতার আহ্বান জানিয়েছেন।
যারা সহযোগীতা করতে ইচ্ছুক তারা জুনু মিয়ার সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়,যোগাযোগ- (০১৩০৬-৮৪৬৫৩৫ বিকাশ)