উন্নয়নের স্বার্থে ইকবাল চৌধুরীকে বিজয়ী করুন:বদর উদ্দিন কামরান
গোলাপগঞ্জে নির্বাচনী জনসভায়
গোলাপগঞ্জ প্রতিনিধি:: কেন্দ্রীয় আওয়ামী লীগ’র কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন’র সাবেক মেয়র বদর উদ্দিন কামরান বলেছেন, তৃণমূল আওয়ামী লীগ থেকে এককভাবে ইকবাল আহমদ চৌধুরীকে মনোনীত করা হয়েছে। আমরা উনাকে নিয়ে গর্ব করি। আমি বিশ্বাস করি উন্নয়নের স্বার্থে এ উপজেলার সর্বস্তরের মানুষ ১৮তারিখ ভোট দিয়ে তাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করবেন। গতকাল শনিবার বাদ আছর গোলাপগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, শ্রম বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন শরফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রিংকু চৌধুরী, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, শরীফগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এম এ মুহিত হীরা, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ,সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এম ওয়াহাব জোয়ার্দার মছুফ, জেলা জাতীয় পার্টি নেতা মজির উদ্দিন চাকলাদার, আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ খান, সায়াদ আহমদ সাদ প্রমুখ।