শনিবার ক্রাইস্টচার্চে যাচ্ছেন তিনজনের প্রতিনিধি দল : পররাষ্ট্রমন্ত্রী

ফ্লাইট বন্ধ থাকায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশের প্রতিনিধি পাঠানো যাচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ক্রাইস্টচার্চ শহরে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের খোঁজ নিতে ও তাদের সহজে সেবা দিতে শনিবার সকালে তিনজন প্রতিনিধি পাঠানো হবে। এর মধ্যে নিউজিল্যান্ডের রাজধানি অকল্যান্ডে অবস্থানরত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং অস্ট্রেলিয়ার ক্যানভেরা থেকে বাংলাদেশ হাইকমিশনের দুইজন সেখানে যাবেন।
তিনি আজ শুক্রবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে ক্রাইস্টচার্চ প্রসঙ্গে একথা বলেন। ঘন্টায় ঘন্টায় সেখানের খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশেষভাবে উল্লেখ্য, ক্রাইস্টচার্চে আমাদের ক্রিকেট টিম অবস্থান করছে, যারা এ ঘটনার সময় নামাজের জন্য মসজিদে যাচ্ছিল। কিন্তু, আমাদের সৌভাগ্য যে, তারা মসজিদে পৌঁছার আগে হামলার তথ্য পেয়ে হোটেলে নিরাপদে ফিরে গেছে। তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সেদেশের আইনশৃংখলা বাহিনী ও সরকার। খেলোয়াড়দের তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এমন ন্যাক্কারজনক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিহত মুসলমানদের মাগফিরাত ও সকলের কাছে দোয়া কামনা করেন।
সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ‘এমজিএসপি’ প্রকল্পের আওতায় ঘাসিটুল-লামাপাড়া-মোল্লাপাড়া হয়ে সুরমা নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ও পরে মন্ত্রী নগরীর ৮নং ওয়ার্ডে গোয়ালিছড়া, কালীবাড়ী ছড়া, ১নং ওয়ার্ডে মালনীছড়া, মিরের ময়দান, ২নং ওয়ার্ডে রিকাবীবাজার ৪নং ওয়ার্ডের দর্শনদেউড়ি ও দরগাহ মেইন রোড, ১৪নং ওয়ার্ডে চালিবন্দর ও ২০ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন নগরীর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, দেশটা আমাদের, এই নগরীও আমাদের সকলের। উন্নয়নের ক্ষেত্রে দলমতের উর্ধ্বে সকলে এক হয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের উন্নয়ন চান। উন্নয়নের জন্য আমরা যা চাইবো তিনি সব সহযোগিতা দেবেন।
১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বিকেলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তারেক আহমদ তাজ, তৌফিকুল হাদী, আব্দুল মুহিত জাবেদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য