ফ্রিডম জেনারেল হাসপাতাল উদ্বোধন আগামিকাল: ঠোঁট ও তালুকাটা অপারেশন ফ্রি

 

কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবার অঙ্গিকার নিয়ে সিলেট নগরের আম্বরখানা, এয়ারপোর্ট রোডে যাত্রা শুরু করছে ফ্রিডম জেনারেল হাসপাতাল। রোববার বিকেল ৪টায় উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করেছেন উদ্যোক্তারা। উদ্বোধন উপলক্ষে জার্মান ক্লেফ এর সহায়তায় ঠোঁটকাটা ও তালুকাটা রোগিদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ সেবা ফ্রিডম জেনারেল হাসপাতালে বছরব্যাপী চলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ। এছাড়া, উদ্বোধন উপলক্ষে ডায়াগনস্টিক বিভাগে সব ধরণের পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় ঘোষনা করা হয়েছে। রোববার বিকেলে আয়োজিত দোয়া মাহফিলে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য