সিলেটে মাজার জিয়ারত করলেন স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শনিবার দুপুরে দুপুরে সিলেট পৌঁছান। ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

 স্পীকার প্রথমে হযরত শাহ জালাল (র.) ও পরে হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেন। একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পীকার নির্বাচিত হওয়ার পর এটাই তাঁর প্রথম সিলেট সফর। মাজার জিয়ারতকালে ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, ‘৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধারাসহ ‘৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য সদস্যদের , জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
স্পীকার আজ রাতে সিলেট থেকে ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য