সেরার লড়াইয়ে ১-০ তে হারলো বাংলাদেশ
গ্রুপসেরার লড়াইয়ে ১-০ তে হারলো বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বের ৫ম ম্যাচে মুখোমুখি হয়েছিলো
স্বাগতিক বাংলাদেশ ও ফিলিপাইন। ম্যাচের ২৪ মিনিটে ফিলিপাইনের মাইকেল দানিয়েল পরিকল্পিত আক্রমন থেকে দলকে ১-০ তে এগিয়ে নেন ।সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যে সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৪র্থ মিনিটেই স্কোর লাইন ১-০ হতে পারতো। রবিউলের লম্বা থ্রোতে হেড করেছিলেন দলপতি তপু বর্মন। কিন্তু ফিলিপাইনের গোলকিপার মাইকেল ক্যাসাসের দৃঢ়তায় জাল খুঁজে পায়নি বল।