সিলেটে উন্নয়ন মেলায় ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়

 

মবরুর আহমদ সাজু সিলেট 

সিলেট: সিলেট নগরীর চৌহাট্রাস্থ সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে ছিল উপচেপড়া দর্শনার্থীদের ভিড় । মেলায় স্টলের দেয়ালেসাটানো মুক্তিবাহিনীর দুর্লভ প্রশিক্ষণ ও সমরাস্ত্রের চিত্র।প্রদর্শিত হচ্ছে সেসবের ভিডিও চিত্রও । তাতে চোখ আটকেমেলা ঘুরতে আসা শিশু-কিশোর, নারী-পুরুষ সবার প্রাণে প্রেরণা জোগাচ্ছে।  এছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট ওব্র্যাকের ফলদ বৃক্ষরাজি, দমকল বাহিনীর যন্ত্রাংশ দেখতেমেলায় শেষ দিনে ছিলো স্টলে স্টলে মেলায় আগত সববয়সীদের ভিড়।  কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফলদ বৃক্ষ এবারের মেলায় সিলেটের ঐতিহ্য শীতলপাটি, বাঁশ, বেতসামগ্রী, মনিপুরী হস্তশিল্প, শীতের হরেক রকম পিঠা ইত্যাদিনিয়ে মোট ৮২টি প্রতিষ্ঠানের ১শ’ স্টল রয়েছে। এরমধ্যেসরাসরি সেবায় রয়েছে একাধিক প্রতিষ্ঠান। এসবপ্রতিষ্ঠানের সেবা নিতে ও শিশু কিশোরদের এসবসেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিতেঅভিভাবকদেরও আগ্রহের কমতি ছিল না। মেলা প্রঙ্গণেকৃষি গবেষণা ইনস্টিটিউটের ফলদ বৃক্ষ, দমকল বাহিনীরসরঞ্জাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরস্বাস্থ্যসেবা, জালালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডডিস্ট্রিবিউশন সিস্টেমের মিনিয়েচার করে রাখা প্লান্ট ও ক্ষুদ্রকুঠির শিল্প দেখতে মেলায় আগতদের ভিড় ছিল চোখেপড়ার মতো। দুই শিশুকে দমকল বাহিনীর বিভিন্ন যস্ত্রাংশেরসঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন এক কর্মকর্তা সরেজমিনে গিয়েদেখা যায়, দুই শিশুকে দমকল বাহিনীর বিভিন্ন যস্ত্রাংশেরসঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেলেন এক কর্মকর্তা। ভার্চুয়ালেজাতীয় জাদুঘরের নান্দনিক প্রদর্শনীও উপভোগে করেননারী-শিশুসহ সব বয়সীরা। এছাড়া জাতীয় জাদুঘরেরবিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে প্রত্যেককে ফরম পূরণকরতে দেখা গেলো।  মেলায় প্রথমবারের মতো আসা  সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ফাহিম কোরাইশিবলেন, সরকারি সব সেবাদানকারীপ্রতিষ্ঠানের সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দিতেই উন্নয়নমেলায় ঘুরতে আসা। সেই সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য সেবাওনেওয়ার বিষয়টি নিশ্চিত করে এই শিক্ষক বলেন, মেলারঅধিকাংশ স্টল মন কেড়েছে তার। বিশেষ করে উন্নয়ন মেলাসন্তানদের জন্য শিক্ষনীয়, তাই প্রত্যেক অভিভাবকের তাদেরশিশু সন্তানদের নিয়ে উন্নয়ন মেলা ঘুরে যাওয়া প্রয়োজনবলে মনে করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নেরঅগ্রযাত্রাসিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম  বলেন,তিন দিনব্যাপী এ মেলায় রিয়েলিটি শো, বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন ও আজকের বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনারদর্শন বাংলাদেশের উন্নয়ন, রূপকল্প ২০২১ ও ২০৪১উন্নয়নের মহাসড়কে বঙ্গবন্ধুর বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখহাসিনার ১০টি উদ্যোগ, রূপকল্প ২০২১ ও ২০৪১ এবংডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে আলোচনাহয়েছে এছাড়া সিলেটের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নবীন প্রজন্মর জন্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে মেলায় অনুষ্ঠিতব্য বিভিন্ন সেমিনারে দিকনির্দের্শনা তুলে দরা হয় বলে তিনি জানান । এছাড়া রাত সাড়ে ৮টার দিকেসাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে উন্নয়ণমেলা সমাপ্ত হবে বলে ।

এ বিভাগের অন্যান্য