ছেলের লাশ দেশে আসার পূর্বেই পিতার মৃত্যু
ছেলের লাশ দেশে আসার পূর্বেই পিতার মৃত্যু: এম. এ ওয়াহিদ চৌধুরীঃ
সিলেট দারুল আযকার মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মঞ্জুরে মাওলা ও সদ্য প্রয়াত কাতারে দূর্ঘটনায় নিহত মাওলানা মাহফুজে মাওলার পিতা
ইছামতি দারুল উলুম কামিল (এম এ) মাদরাসার সাবেক শিক্ষক হযরত মাওলানা আব্দুস সালাম “নওয়া গ্রামের হুজুর” বুধবার দিবাগত রাত ৮,২৫ মিনিটের সময় জকিগঞ্জ সরকারী হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় ছেলের মৃত্যুশোকে পিতা ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি…………….. রাজিউন।
উল্লেখ্য গত তিনদিন আগে একটি ভবনে কাজ করতে গিয়ে দূর্ঘটনায় নিহত হয়েছিলেন মাওলানা আব্দুস সালামের পুত্র মাওলানা মাহফুজে মাওলা । ছেলের দূর্ঘটনার খবর শুনে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মাওলানা মাওফুজে মাওলার মরদেহ এখনো দেশে এসে পৌছেনি, ছেলের লাশ দেশে পৌছার আগেই পিতার ইন্তেকাল।
সদালাপী এ পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । আত্মীয়স্বজনের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বেলা দুই ঘটিকার সময় কালিগঞ্জস্থ ইছামতী কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ।পরিবারের পক্ষ থেকে দোয়া ও জানাজার নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে ।
মহান আল্লাহ তা’লা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমীন।
এদিকে মরহুমদ্বয়ের মৃত্যুতে গভীর শোক সমবেদনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে
আত্মার মাগফেরাত কামনা করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ আহমদ মজুমদার। বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি।বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক রুপালী ব্যাংকের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চীপ পেট্রোন আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।সিলেট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজ মজুমদার শিক্ষা ট্রষ্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধূরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ পৌর মেয়র হাজী মোঃ খলিল উদ্দিন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক গবেষক ও কলামিসট আব্দুল হামিদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জার্মানস্থ জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি সী-ল্যান্ড সুপার মার্কেটের স্বত্বাধিকারী জয়নাল হক,সিলেট জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধূরী, সুষমা সুলতানা রুহী,হাসিনা খানম,হেনা বেগম,
লন্ডন বাঙ্গালী কমিউনিটি নেতা তৈমূননেছা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,
গোলাম মস্তফা চৌধূরী একাডেমীর প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাসিত খান,লুৎফুর রহমান স্কুল ও কলেজের অধ্যক্ষ সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, দারুল হাদীস লতিফিয়া লন্ডন এর শিক্ষক, টাওয়ার রাইটার্স ক্লাব এর প্রেসিডেন্ট ও জকিগঞ্জ লেখক পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মাও, কবি আব্দুল আউয়াল হেলাল, প্রভাষক মাও, মোঃ মখলিছুর রহমান, জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি এজেএম শিহাব, ইছামতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন, সিলেট উপশহর ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাছুম আহমদ দুধরছকী, শাহবাগ স্কুল ও কলেজের অধ্যক্ষ কাজী সোয়াইবুর রহমান, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাজহারুল হক মজিদ,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনর প্রতিষ্ঠাতা আজাদ উদ্দিন অধ্যক্ষ সাইফুর রহমান,
জকিগঞ্জ কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ চৌধূরী, খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাজী খলিলুর রহমান, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ,কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধূরী টিপূ, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধূরী,
জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধূরী,সাবেক সভাপতি কলামিস্ট এম এ মালেক চৌধূরী মকু, সহ সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী,আব্দুল্লা আল মামুন,কে এম মামুন, মোরশেদ লস্কর,
আহমদুল হক চৌধূরী বেলাল ,এনামুল হক মুন্না,রিপন আহমদ,আব্দুল হাসিব তাপাদার, মোহাম্মদ ইউনুস আলী, শিহাবুল হক পারভেজ, মেহেদী হেলাল,
কবি কালাম আজাদ, কবি মহিউদ্দিন হায়দার, মাও, কবি ফদ্বলুর হরমান, কবি এম এ ফাত্তাহ, কবি সৈয়দ আছলাম হোসেন, কবি আহমদ সিদ্দিক চৌধূরী হাসান, দিশারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ এনায়েত হোসেন চৌধুরী।
সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের সম্পাদক রায়হান আহমদ, নির্বাহী সম্পাদক তারেক আহমদ, সীমান্ত বিডি ডটকম এর সম্পাদক এটিএম ফয়ছল, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ও নিউজ চেম্বারের নির্বাহী সম্পাদক এম. এ ওয়াহিদ চৌধুরী, জকিগঞ্জ টিভির ব্যবস্থাপনা পরিচারক আব্দুল মুকিত,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মালই মিয়া, এম এ জি বাবর,কেফায়েতূল কিবরিয়া চৌধূরী, মো নাসিম আহমদ,আব্দুর রহমান,আব্দুল হাই ,আব্দুল আহাদ মেম্বার ।
মালেক আহমদ,রিলন চৌধূরী, নয়ন মেশীনারীর স্বত্বাধিকারী জয়নাল আবেদীন, সওদাগর সেলিম, রাজনীতিবিদ সুহেল তালুকদার, শুয়েব লস্কর, এম বাবর লস্কর, যুবলীগ নেতা এটিএম হামিদ।
জকিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি হাফিজ মাও, শাহীদ আহমদ, সহ সভাপতি কুয়েত প্রবাসী মোঃ মামুনুর রশিদ তাপাদার, সাধারণ সম্পাদক মাও, হুসাইন আহমদ।
তয়াহীদ চৌধূরী টিটু,;যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমরু, যুবলীগ নেতা মাসুদ আহমদ,টি কামরুজ্জামান কয়সর,
জামিল আহমদ,শামীম আহমেদ,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধূরী, আশরাফ