সিলেটের ৯ আসনে যোগ্য প্রার্থীর সন্ধানে বিএনপি
মবরুর সাজু:
একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত না নিলেও ১১৫ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। একাধিক জরিপে এসব আসনে বড় ধরনের কোনো ঝামেলার তথ্য পায়নি দলটি।দেশব্যপী চালানো জরিপ এবং পঞ্চম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণ করে আসনগুলোতে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আন্দোলনকেই প্রধান টার্গেট করে এসব প্রার্থীর পরিকল্পনা অনুযায়ী ওই সংসদীয় আসনে সংগঠন গোছানো হচ্ছে একাদশ সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় এসব আসনে বিএনপি চুড়ান্ত তালিকা করতে পারেনি এখনও। সেজন্যে
ওয়ান ইলিভেনের পরিস্থিতি ডিঙ্গানো সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক,ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী নির্বাচনী এলাকায় দীর্ঘদিন জণগণের কল্যাণে কাজ করে আলোচনায় রয়েছেন দিরাই, শাল্লায় বেশ কাজ করে এলাকায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন বলে জানিয়েছেন তার সমর্থকরা দিরাই-শাল্লা উন্নয়নের লক্ষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব চৌধুরী একধাপ এগিয়ে , এছাড়া জাতীয় পার্ট থেকে চলে আসা নেতা আরেক সম্ভাব্য পার্থী সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী মনোননয়ন আশা করছেন, সুনামগঞ্জ-৪ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে সাবেক হুইপ ফজলুল হক আসফিয়া, সিলেট-৪ কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাটে সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, মৌলভীবাজার-১ বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৩ সদর-রাজনগর আসনে সাবেক এমপি এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জে হাজী মুজিবুর রহমান, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবলে শেখ সুজাত মিয়া এমপি, হবিগঞ্জ-২ বানিয়াচং- আজমীরিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন এবং হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সল।