আধুনিক ওয়ার্ডে রূপান্তির করার প্রত্যয়ে নির্বাচনী প্রচারণায় মোঃ শাহজাহান

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডের মিরাপাড়ায় জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কাউন্সিলর প্রার্থী ও সাবেক প্যানেল মেয়র মোঃ শাহজাহান।  বিকেলে ২৪ নম্বর ওয়র্ডে নির্বাচনী প্রতীক লাটিম নিয়ে প্রচারণায় নামেন তিনি। এসময় সব বয়সী ভোটারদের কাছে দোয়া ও ভোট চান তিনি।এসময় সাবেক প্যানেল মেয়র বলেন, আমি দীর্ঘদিন থেকে মাঠে রয়েছি। মানুষের দোয়া ও ভালবাসা আমার সংগে আছে। ইনশা আল্লাহ আগামী ৩০ তারিখের নির্বাচনে ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে অতীতের মতো জনসেবার সুযোগ দেবেন। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ জুলাই) সিলেটের নির্বাচন কমিশন অফিস থেকে তিনি লাঠিম প্রতীক গ্রহণ করেন।২৪নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে রূপান্তির করার প্রত্যয়ে লাঠিম মার্কায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবারের  কাউন্সিলর  প্রার্থীমোঃ শাহজাহান এদিকে৩০ জুলাই সিসিক নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে বিকাল পর্যন্ত  ২৪ নং ওয়ার্ডে সর্বস্তরের ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোট প্রার্থনা করছেন ।এছাড়া ভোটাররাও চাচ্ছে তারেকের মতো মানুষ যেন২৪ নম্বর ওয়ার্ডে  নির্বাচিত হয়ে তাদের সেবা করেন। বিভন্নি এলাকা গণসংযোগ কালে আগিমর আধুনিক ওয়ার্ড গড়ার কথা  বলেনমোঃ শাহজাহান।  তিনি বলেনজলাবদ্ধতা দূরীকরন, মাদকমুক্ত সমাজ গঠন, মা ও শিশুদের জন্য গড়ে তোলা মাতৃসদন, পরিস্কার পরিচ্ছন ওয়ার্ড গড়ে তোলা, আলোকিত ওয়ার্ড ল্যাম্পপোষ্ট লাইট, সকল ধরনে সরকারী অনুদান যার মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা প্রদানসহ ২৪ ওয়ার্ডকে সু-শিক্ষায় আলোকিত ওয়ার্ড হিসাবে গড়ে তোলার জন্য মাস্টার প্লান করেছেন।

 

এ বিভাগের অন্যান্য