সিলটে রাত্রির যাত্রী ছবির পরিচালকের মতবিনিময়

oo

: সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাত্রির যাত্রী ছবির পরিচালক হাবিবুল ইসলাম। শনিবার দুপুরে আয়োজিত মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, ছবির নির্বাহী প্রযোজক সাইফুল আলম।
সভায় রাত্রির যাত্রী ছবির পরিচালক হাবিবুল ইসলাম বলেন, পরিবারসহ হলে গিয়ে দেখার মতো ছবি আমরা নির্মাণ করেছি। সিলেট থেকেই এ ছবির পরিকল্পনা করা হয়েছিলো। সে কারণে আমরা এখান থেকেই ছবির প্রচারণা শুরু করতে চাই। ঈদের পরপরই ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। এ সময় তিনি চলচ্চিত্রের উন্নয়নে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য শুয়াইবুল ইসলাম, ইউএনবির সিলেট প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, ক্লাব সদস্য মারুফ হাসান, নৌসাদ আহমেদ চৌধুরী, ইদ্রিছ আলী, শরিফ চৌধুরী, করিম মিয়া, একাত্তর টিভির চিত্রগ্রাহক সাকিব আহমদ মিঠু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য