আলোকিত সিলেট গড়ার প্রত্যয়ে কামরানের গণসংযোগ

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘যেখানেই যাচ্ছি নগরবাসীর কাছ থেকে নৌকা প্রতীকের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, তাই বিজয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।’সোমবার (১৬ জুলাই) সকালে নগরীর বন্দরবাজার, লালবাজার গলির মুখ, বারুতখানা, জেলরোড, ধোপাদিঘীরপাড়, পৌরবিপনী এলাকায় গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।এসময় তিনি ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সকলে দোয়া ও নৌকা প্রতীকে ভোট চান। এলাকাবাসীও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।কামরান আরো বলেন- সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে প্রচারসহ নির্বাচনী সকল কার্যক্রম চলছে। বিশেষ করে নৌকার সমর্থকরা সৌহার্দপূর্ণ পরিবেশে নগরবাসীর কাছে ভোট ও দোয়া চাচ্ছেন।ইতোমধ্যে নৌকার পক্ষে গণ জোয়ারও সৃষ্টি হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, আমরা আশাকরি নির্বাচনে সম্মানিত নাগরিকবৃন্দ নৌকা প্রতীকে তাদের মহামূল্যবান ভোট দিবেন। কামারন বলেন প্রতিটি ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে রূপান্তির করার প্রত্যয়ে নীকা মার্কায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক সফল মেয়র কামরান।  এদিকে৩০ জুলাই সিসিক নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর  সর্বস্তরের ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট প্রার্থনা করছেন ।এছাড়া ভোটাররাও চাচ্ছে কামরানের মতো মানুষ যেন  বারবার নির্বাচিত হয়ে তাদের সেবা করেন। বিভন্নি এলাকা গণসংযোগ কালে আগিমর আলোকিত একটি আধুনিক সিলেট গড়ার কথা বলেন কামরান, তিনি বলেন জলাবদ্ধতা দূরীকরন, মাদকমুক্ত সমাজ গঠন, মা ও শিশুদের জন্য গড়ে তোলা মাতৃসদন, পরিস্কার পরিচ্ছন নগরী গড়ে তোলা, আলোকিতন নগরীতে প্রয়োজন আলোকিত ল্যাম্পপোষ্ট লাইট,এছাড়া সকল ধরনে সরকারী অনুদান যার মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা প্রদানসহ  আলোকিত সিলেট হিসাবে গড়ে তোলার জন্য মাস্টার প্লান করেছেন। সোমবার তার সাথে  গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি রশীদ আহমদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী এম.এ মতিন, সাধারণ সম্পাদক রুহুল মালিক ছুটন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান খোকন, আরিফ হাসান, গোল হাসান সাজন, এম.
ইলিয়াছ দিনার, আব্দুল কাইয়ুম মুগলী, শেখ মুখলেছুর রহমান, কামাল আহমদ, কয়েছ আহমদ, আব্দুর রহমান, হাফিজুর রহমান, নাইম, সানি, সঞ্জয়, ফরিদ হাসান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য