ঠেলাগাড়ি মার্কায় আলোকিত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে রকিবুল ইসলাম ঝলকের গণসংযোগ
মবরুর সাজু :
সিলেট সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে রূপান্তির করার প্রত্যয়ে ঠেলাগাড়ি মার্কায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবারের সফল কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক। এদিকে৩০ জুলাই সিসিক নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে বিকাল পর্যন্ত ১১নং ওয়ার্ডে সর্বস্তরের ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোট প্রার্থনা করছেন ।এছাড়া ভোটাররাও চাচ্ছে ঝলকের মতো মানুষ যেন ১১ নম্বর ওয়ার্ডে বারবার নির্বাচিত হয়ে তাদের সেবা করেন। বিভন্নি এলাকা গণসংযোগ কালে আগিমর আধুনিক ওয়ার্ড গড়ার কথা বলেন ঝলক। তিনি বলেনজলাবদ্ধতা দূরীকরন, মাদকমুক্ত সমাজ গঠন, মা ও শিশুদের জন্য গড়ে তোলা মাতৃসদন, পরিস্কার পরিচ্ছন ওয়ার্ড গড়ে তোলা, আলোকিত ওয়ার্ড ল্যাম্পপোষ্ট লাইট, সকল ধরনে সরকারী অনুদান যার মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা প্রদানসহ ১১নং ওয়ার্ডকে সু-শিক্ষায় আলোকিত ওয়ার্ড হিসাবে গড়ে তোলার জন্য মাস্টার প্লান করেছেন। নির্বাচন নিয়ে একান্ত সাক্ষাতকারে বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বললেন সুন্দর আগামির প্রত্যয়ে অসুম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আবারো কাউন্সিলর প্রার্থী । ইতোমধ্যে উন্নয়নমূলক কাজের মধ্যে আশিভাগ কাজ সম্পূর্ণ হয়েগেছে। ওয়ার্ডের আবাসিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকাবাসীকে নিয়ে দিন রাত কাজ করেছেন এবার তাকে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন। সিলেট সিটির অন্যতম ওয়ার্ড এগারো নম্বরে সীল মারেব উন্নয়নের জন্য। দীর্ঘদিনের চিরচেনা ৮০ বর্গকিলোমিটারের ওয়ার্ড এখন নতুন রূপে আলোকিত। সরু রাস্তা হয়েছে প্রশস্থ। কিছুদিন আগেও সিলেট মহানগরীর ভাতালিয়া সড়কের প্রশস্থ ছিল কোথাও ১০ ফুট, আবার কোথাও ১২ ফুট। কিন্তু এখন আর সেই সরু রাস্তা নেই।প্রতিশ্রিতিমূলক কাজ বাস্তবায়নের সুবাদে ওয়ার্ডের বিভিন্ন এলাকা অন্যান্য ওয়ার্ডের চাইতে ধীরে ধীরে পাচ্ছে নতুন রূপ।
দীর্ঘদিনের চিরচেনা সরু ভাতালিয়া রাস্তা প্রশস্থা বৃদ্ধি পেয়ে এলাকাবাসী ও বেশ ফুরফুরে,এলাকার বাসিন্দা সায়মন আহমদ জানান রকিবুল ইসলাম ঝলক ২০১৩ সালে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। তিনি জনপ্রতিনিধি হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। এরই মধ্যে এলাকায় ব্যপক উন্নয়নের সাক্ষর রেখে চলেছেন। অতীতে এলাকায় তেমন উন্নয়ন না হলেও বর্তমান কাউন্সিলর ঝলক হওয়ার পর রাস্তা, ড্রেন,কালভার্ট, সাইক্লোন সেল্টান কাম স্কুল সহ একাধিক উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে আরো চলমান রয়েছে জানাগেছে এক অনুসন্ধানে দেখা যায় নগরীর ১১ নং ওয়ার্ডে মধুশহীদ, ভাতালিয়া, নোয়াপাড়া, বিলপার, লামাবাজার, কুয়ারপার, সচিলাপুর, লালাদীঘির পাড়া, নবাবরোড, দক্ষিণ কাজলশাহ, রিকাবীবাজার নতুন রূপ পাচ্ছে নগরীর ১১নং ওয়ার্ড সরু রাস্তার ব্যাপক উন্নয়ন হয়েছে । ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে অত্যাধুনিক ডাস্টাবিনের করে প্রশংসা কুড়িয়েছেন ঝলক।