সিলেট সিটির সেরা ওয়ার্ড গড়ার প্র্যত্যয়ে কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ

মবরুর আহমদ সাজু
সিলেট সিটি কর্পোরেশনের সফল এক কাউন্সিলরের নাম রেজওয়ান আহমদ। আসন্ন সিটি নির্বাচনে নগরীর ৫নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সাংবাদিক ও তরুণ সমাজ সেবক রেজওয়ান আহমদ কে নিয়ে আবারো ১৫হাজার ১৯ জন ভোটারসহ এলাকার বাসিন্দারা আবারো স্বপ্ন দেখতে শুরু করেছে । এলাকাবাসী জানান এ ওয়ার্র্ডে ৫জন হেভিওয়েট প্রার্থিদের মধ্য রেজওয়ান আহমদ ব্যপক জনসমর্থনে এগিয়ে থাকায় তিনি হেট্রিকের সম্ভাবনা রয়েছে। ৩০ জুলাই সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে ও পরে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু যেন বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ কে ঘিরে। তাদের মতে রেজওয়ান আহমদ কাজের প্রতি আন্তরিক এবং অন্যতম। জানাযায় সিসিকে রেজওয়ান দু’মেয়াদে বিগত ১০ বছর ছিলেন ৫ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি। ওয়ার্ডের প্রতি উন্নয়নশীল কর্মকান্ডের দরুণ ওয়ার্ডবাসীর আস্থা আর বিশ্বাসের মাঝে অন্যান্য প্রার্থীদের থেকে কদরের শীর্ষে অবস্থান করছেন এবার তাঁর টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে। সিলেটের সময়ের ধারাবাহিক ওয়ার্ড পরীক্রমায় রেজওয়ান আহমদ এ প্রতিবেদককে বলেন বিগত দিনে নগরীর বড়বাজার, গোয়াইটুলা, খাসদবীর, কলবাখানী, রায় হোসেন, হোসনাবাদ, হাজারীবাগ ও টিবি গেইট এলাকার সিংহভাগ উন্নয়ন বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি বলেন আমি কথায় নয় কাজে বিশ্বাসী। তার উন্নয়ন কর্মকান্ডের জন্যে জনগণ আবারো তাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করেন। গতকাল সরেজমিনে ভোটারদের সাথে কথা বলতে গেলে এখানকার নবীন প্রবীন ভোটাররা জানান যে ওয়ার্ডে অচল ল্যাম্পপোস্ট ঠিল সেখানে রেজওয়ান আলোর প্রদীব জালিয়েছেন । জনসাধারণের নিরাপত্তার জন্য সিসি কেমেরায় আওতায় আম্বরখানা বড় বাজার এসেছে। আর পরিস্কার পরিচ্ছনতা বটেই, হোসনাবাদ, হাজারীবাগের বাসিন্দা সালাম, করিম বলেন আধুনিক ওয়ার্ডেও রপকার রেজওয়ান তার মতো একজন সফল কাউন্সিলর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন।এবছর নির্বাচনে বর্তমান শক্তিমান জনপ্রতিনিধি রেজওয়ান আহমদের সাথে কাউন্সিলর প্রার্থী হিসেবে যারা লড়বেন তারা হলেন আমিনুর রহমান ,কামাল মিয়া মো, রিমাদ আহমদ রুবেল ও নিলুফা সুলতানা লিপি। সিসিক নির্বাচনে এই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলে ও হাতেগুণা যে কজন প্রার্থী রয়েছেন তার মধ্যে রেজওয়ান আহমদ নবীন প্রবীণ ভোটারদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন বলে জানান এলাকার বাসিন্দারা। তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ওয়ার্ডবাসী তবে অন্যন্যার প্রার্থীদের টক্করে তাঁর সমর্থনকারীরা মাঠে রয়েছেন বলে জানা যায় । ধারাবাহিক ওয়ার্ড পরীক্রমায় রেজওয়ান আহমদ বলেন হ্যাট্রিক করে সিলেট সিটির সেরা ওয়ার্ড গড়ার পাশাপাশি,পরিচ্ছন্ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান। গতকাল প্রতীক পেয়ে গণসংযোগে তাঁর টিফিন ক্যারিয়ার মার্কা প্রতীকে যখন জনগনের আশীর্বাদ নিতে মাঠে নামেন তখনই সরব হয়ে ওঠে তার নির্বাচনী এলাকার জনসাধারণ। শুধু তাই নয়, তাকে ওয়ার্ডের কাউন্সিলর পদে পূণ:নির্বাচিত করতে উৎসাহ প্রকাশ করেছেন স্থানীয় ভোটার সাধারণ এমনটাই তার সমর্থন কারীরা জানান। কাউন্সিল রেজওয়ান আরো বলেন জনগণের সেবা করা আমি ইবাদতের অংশ বলে মনে করি। তিনি বলেন ২বারে দায়িত্ব পবার পর তার ওয়ার্ড ব্যাপক উন্নয়ন হয়েছে তার কথার সূত্রধরে সিলেটের সময়ের তিন দিনের অনুসন্ধানে দেখা যায় তাঁর কথার সাথে কাজের মিল রয়েছে। একজন কাউন্সিলর একটি ওয়ার্ডে ক্ষমতার মধ্য যা প্রয়োজন তাই ফুঠে উঠেছে । সন্ত্রাসী,মাদক,ছুরী ছিনতাই যেখানে হামেশা হত সেখানে তিনি এলাকার সার্থে নিরাপত্তার জন্য সিসি কেমেরা ফিট করেছেন। ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন তার ভালোবাসায় ভরপুর। রেজওয়ান শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ,সালিশ বিচারের প্রাণ পুরুষ, এলাকার অবকাঠামো উন্নয়নে তাঁর অবস্থানে থেকে কাজের নীতি-আদর্শকে সামনে রেখে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের দ্বিতীয় বারের নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন একমাত্র তার কাজের নিরবিচ্ছন্ন কাজের জন্য । এলাকার লোকজন তাকে উদীয়মান তরুন সমাজসেবক ও বিশিষ্ঠ সাংবাদিক হিসেবে নিজেকে ইতোমধ্যে এলাকার সর্বস্তরের মানুষের চোখের সান্নিধ্য নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে যুব সমাজ ও অত্র এলাকার সকল স্তরের মানুষের মুখে মুখে। ২০০৮ সালের নির্বাচনে তিনি ফজলুলাহ ফারুকী আদনান‘র সাথে লড়াই করে বিজয়ী হন। গত সালের নির্বাচনের তুলনায় এই প্রতিদ্বন্দ্বি আবারও প্রতিযোগীতায় অবতীর্ণ হবেন। তবে উভয়েরই আশা অতীত মূল্যায়ন সততা আর ন্যায় পরায়নতা দেখে ভোটাররা সিদ্ধান্ত নেবেন ওয়ার্ডে। গত ১০ বছরে ওয়ার্ডের অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় ভোটাররা আবারও তাকে মূল্যায়ন করবেন বলে আত্মবিশ্বাসী বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ । তার স্বপ্নের ওয়ার্ড গড়তে তিনি কাজ করছেন নিরলস ভাবে সে জন্য উন্নয়ন আর আদর্শগত দিক দিয়েও সিটি কর্পোরেশনের মধ্যে এই ওয়ার্ড শীর্ষে। এই ওয়ার্ডের দুইবারের নির্বাচিত, যোগ্য ও জনপ্রিয় কাউন্সিলর রেজওয়ান আহমদ এর হাত ধরে এলাকার সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে জানান এলাকার ভোটররার । ওয়ার্ডের ভিতরে একটি রাস্তাও ভাঙ্গা কিংবা কাঁচা নেই। জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির অভাব কিংবা মশার যন্ত্রণা কম। নিপুন এই কারিগর তিলে তিলে ৫ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ডে রূপান্তরিত করেছেন। সরেজমিন ৫ নং ওয়ার্ড ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ওয়ার্ডবাসী এবার রেজওয়ান আহমদের মতো একজন যোগ্য ব্যক্তিকে কাউন্সিলর হিসেবে পুনরায় দেখতে চায়। ওয়ার্ডবাসী ইতোমধ্যে প্রার্থীদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের ওয়াদা নিয়ে পর্যালোচনা শুরু করে দিয়েছেন। এই ওয়ার্ডে ব্যতিক্রম হিসেবে রাজনৈতিক বিবেচনায় নির্বাচন হতে পারে বলে অনেকেই মনে করছেন। সরেজমিন ঘুরে জানা যায়, নগরীর বড়বাজার, গোয়াইটুলা, খাসদবীর, কলবাখানী, রায় হোসেন, হোসনাবাদ, হাজারীবাগ ও টিবি গেইট এলাকা নিয়ে গঠিত সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড। এসব এলাকা সিলেট সদর উপজেলার ৫ নং টুলটিকর ইউনিয়নে ছিল। ১৯৯০-৯১ সালে এসব এলাকা সিলেট পৌরসভা উন্নীত করা হয়। পৌরসভা থাকাকালীন এসব এলাকা ৮ নং ওয়ার্ডের আওতায় ছিল। ২০০২ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর এসব এলাকা ৫ নং ওয়ার্ডের আওতায় আনা হয়।

এ বিভাগের অন্যান্য