কথার ফুলঝুরি নয়,ঠেলাগাড়ি কাজে বিশ্বাসী গণসংযোগে তারেক উদ্দিন তাজ
মবরুর সাজু
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক পরিচালক মো. তারেক উদ্দিন তাজ ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন।মঙ্গলবার (১০ জুলাই) সিলেটের নির্বাচন কমিশন অফিস থেকে তিনি ঠেলাগাড়ি প্রতীক গ্রহণ করেন।
সিলেটের নির্বাচন কমিশন অফিস থেকে প্রতীক গ্রহণের পর তিনি বলেন, ‘গরীব দুঃখী মেহনতি মানুষের মার্কা ঠেলাগাড়ি প্রতীক হিসেবে পেয়েছি। এই মার্কা নিয়ে নির্বাচিত হলে এই ১০নং ওয়ার্ডকে গ্রিন ওয়ার্ড ও ক্লিন ওয়ার্ড গঠনে কাজ করব।’
তিনি আরও বলেন- এই ওয়ার্ডের সাধারণ জনগণ সম্পূর্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে পানির সংকট নিরসন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাট, ড্রেইন-কালভাট উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ, সিসি ক্যামেরা স্থাপন, ওয়ার্ডবাসীকে ফ্রি ওয়াই-ফাই এর আওতায় আনা, বর্জ্য নিস্কাশনে স্থায়ী সমাধান, জলাবদ্ধতা দূরীকরণ, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহর উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজি এফ কার্ড সঠিক বন্টন, বস্তিবাসীর উন্নয়ন, ডিজিটাল ওয়ার্ডে গঠন, দুর্নীতি ও দখলমুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত, সামাজিক সংগঠনে উন্নয়ন অ যুব সমাজের উন্নয়নে কাজ করে যাবেন।