সুন্দর আগামির প্রত্যয়ে আবারো কাউন্সিলর প্রার্থী হবেন “রকিবুল ইসলাম ঝলক”

মবরুর আহমদ সাজু সিলেট

আসন্ন সিলেট সিটি করপোরেশন কে সামনে রেখে সিলেটে কেবল এখন নির্বাচনী উত্তাপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অলি গলিতে র্নিবাচনী কথা আর কথা।চলছে পছন্দের পার্থী নিয়ে তুমুল বিশ্লেষণ। ধারাবাহিক ওয়ার্ড পরিক্রমায় উঠে আসে সিলেটের অলি গলির উন্নয়ন,সম্ভাবনা, প্রত্যাশ ও প্রতিশ্রুতির কথা। এছাড়া রাজনীতিবিদ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তত্বিসহ মেয়র, কাউন্সিলর নবীন প্রবীণ শিক্ষক শিক্ষর্থীদের মতামত তুলে ধরা হয়। এবার তারই ধারাবহিতায় নগরীর ১১ নম্বর ওয়ার্ড নিয়ে আজকের বিশেষ পরিক্রমায় ১১ নম্বর ওয়ার্ড নিয়ে সময়ের প্রতিনিধির সাথে কথা বলেছেন সম্ভাব্যপ্রার্থী বর্তমান কাউন্সিলর। সরেজমিনঘুরে ওয়ার্ডে বিএনপি আওয়ামী লীগ ও সতন্ত্র সম্ভাব্য প্রার্থীরা তাদের কার্যক্রম শুরু করেছেন বেশ জোরেশোরেই। প্রার্থীদের কেউ ভোট ও দোয়া কামনা করে টানিয়েছেন নানা রঙের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। নির্বাচন নিয়ে একান্ত সাক্ষাতকারে বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বললেন সুন্দর আগামির প্রত্যয়ে অসুম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আবারো কাউন্সিলর প্রার্থী হবেন। ইতোমধ্যে উন্নয়নমূলক কাজের মধ্যে আশিভাগ কাজ সম্পূর্ণ হয়েগেছে। ওয়ার্ডের আবাসিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকাবাসীকে নিয়ে দিন রাত কাজ করেছেন এবার তাকে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন। সিলেট সিটির অন্যতম ওয়ার্ড এগারো নম্বরে সীল মারেব উন্নয়নের জন্য। দীর্ঘদিনের চিরচেনা ৮০ বর্গকিলোমিটারের ওয়ার্ড এখন নতুন রূপে আলোকিত। সরু রাস্তা হয়েছে প্রশস্থ। কিছুদিন আগেও সিলেট মহানগরীর ভাতালিয়া সড়কের প্রশস্থ ছিল কোথাও ১০ ফুট, আবার কোথাও ১২ ফুট। কিন্তু এখন আর সেই সরু রাস্তা নেই।প্রতিশ্রিতিমূলক কাজ বাস্তবায়নের সুবাদে ওয়ার্ডের বিভিন্ন এলাকা অন্যান্য ওয়ার্ডের চাইতে ধীরে ধীরে পাচ্ছে নতুন রূপ। দীর্ঘদিনের চিরচেনা সরু ভাতালিয়া রাস্তা প্রশস্থা বৃদ্ধি পেয়ে এলাকাবাসী ও বেশ ফুরফুরে,এলাকার বাসিন্দা সায়মন আহমদ জানান রকিবুল ইসলাম ঝলক ২০১৩ সালে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। তিনি জনপ্রতিনিধি হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। এরই মধ্যে এলাকায় ব্যপক উন্নয়নের সাক্ষর রেখে চলেছেন। অতীতে এলাকায় তেমন উন্নয়ন না হলেও বর্তমান কাউন্সিলর ঝলক হওয়ার পর রাস্তা, ড্রেন,কালভার্ট, সাইক্লোন সেল্টান কাম স্কুল সহ একাধিক উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে আরো চলমান রয়েছে জানাগেছে এক অনুসন্ধানে দেখা যায় নগরীর ১১ নং ওয়ার্ডে মধুশহীদ, ভাতালিয়া, নোয়াপাড়া, বিলপার, লামাবাজার, কুয়ারপার, সচিলাপুর, লালাদীঘির পাড়া, নবাবরোড, দক্ষিণ কাজলশাহ, রিকাবীবাজার নতুন রূপ পাচ্ছে নগরীর ১১নং ওয়ার্ড সরু রাস্তার ব্যাপক উন্নয়ন হয়েছে । ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে অত্যাধুনিক ডাস্টাবিনের করে প্রশংসা কুড়িয়েছেন ঝলক। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় সিলেটের ২৭ টি ওয়ার্ডও মধ্যে অন্যতম ভাতালীয়া, বিলপার, কাজলশাহ, লালাদিঘীরপার, মধুশহীদ, নোয়াপাড়া ও রিকাবীবাজার এলাকা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড গঠিত। ঝলক বলেন এলাকাবাসী জানে আমি কথা নয়, গঠনমূলক কাজে বিশ্বাসী। আমি আবারো কাউন্সিলর হলে গুণগত পরিবর্তন আনব, স্বকীয় ধারা প্রবর্তন করব প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন হয়েছে। সাম্প্রতিক সময়ে নতুনদের সাথে পুরনো কাউন্সিলরদের বাড়ছে রয়েছে হুংকার,সাথে থাকছে মুখরোচক গল্প আদর্শ ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি? তবে এই ওয়ার্ডে চারজন রয়েছেন আলোচনার কেন্দবিন্দুতে রকিবুল ইসলাম ঝলক আব্দুর রকিব বাবুল, আব্দুর রহিম, এবং হুমায়ূন রশিদ। ওয়ার্ডে কে জনসমর্থনে এগিয়ে রয়েছে ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন ঝলকেই খুশি তারা। কাজলশাহ, লালাদিঘীরপার, মধুশহীদ, নোয়াপাড়ার নবীন ভোটার খালেদ,মাসুক,রনি. রুমেল জানান আমাদের স্বপ্নের ওয়ার্ড গড়তে ঝলকের হাতে আগামির ওয়ার্ড তুলে দিবে তরুণ প্রজন্ম এদিকে ঝলক দুঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান মাস্টার প্লান করছি এবার নিশ্চয় সবাই জানবেন জনগণকে সাথে নিয়ে রোডম্যাপ করবেন । নির্বাচন সবার গণতান্ত্রিক অধিকার। আমরা নতুন প্রার্থীদের স্বাগত জানাই। তবে সম্ভাব্য প্রার্থীরা যেন প্রতিযোগিতামূলক মন-মানসিকতা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিজেকে উপস্থাপন করে খুদে বার্তাও পাঠাচ্ছেন দোয়া ও আশীর্বাদে সবাই ওয়ার্ডে উন্নয়ন ও মানবসেবা করতে চান। ১১ নং ওয়ার্ডের ভোটার ১২ হাজার ৯২৭। এবার ভোট বেড়েছে ১ হাজার ৩০২টি

এ বিভাগের অন্যান্য