ইক্বরা ফাউন্ডেশনের আয়োজনে গরীব দুস্থদের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

 

আর্তমানবাতার সেবায় নিয়োজিত ইক্বরা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে দুশতাধিক গরীব দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেছেন রমযানের শিক্ষাকে পার্থিব জীবনে কাজে লাগাতে হবে গতানুগতিক পন্থায় শুধুমাত্র পানাহার পরিত্যাগের মাধ্যমে রোজা থেকে প্রকৃত কল্যাণ লাভ করা সম্ভব নয়। সকল প্রকার পাপাচার, অনাচার থেকে ম্ক্তু থেকে জীবনের সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে তার একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমেই রোজা থেকে প্রকৃত কল্যাণ লাভ করা সম্ভব। গতকাল বিকেলে নগরীর মিরের ময়দান পায়রাস্থ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নিয়াজ আজিজুল করিম চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য, সিলেটে ইক্বরা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে দুশতাধিক গরীব দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তারা এসব কথা বলেন। পায়রা সমাজ কল্যান সংস্থার সভাপতি ডা. এম এ সালামের সভাপতিত্বে ও ইমরান আহমদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মসীহ আল মাহদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন ইক্বরা ইন্টার ন্যাশনাল বাংলাদেশের সাধারণ সম্পাদক বদরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুদ্দুস আলী ইসমাইল, ইক্বরা ইন্টার ন্যাশনাল বাংলাদেশের পেউন, ড, এনামুল হোসাইন চৌধুরী উপদেষ্টা পায়রা সমাজ কল্যান সংঘ এনামুল হক জুবের সিনিয়র সহ সভাপতি সিলেট প্রেসক্লাব,আব্দুর রহমান দুদু সাধারন সম্পাদক পায়রা সমাজ কল্যান সংস্থা, এডভোকে আলী মোস্তফা মিশকাতুন নূর ,সহ সভাপতি পায়রা সমাজ কল্যান সংস্থা,আমজাদ হোসইন উপদেষ্টা পায়রা সমাজ কল্যান , ড, এনামুল হোসাইন চৌধুরী উপদেষ্টা পায়রা সমাজ কল্যান সংঘ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নিয়াজুল আজিজুল করিম এছাড়া অন্যানর মাঝে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল খাবির, রিপন আহমদ,এসএম জায়গীরদার, রিপন আহমদ,রাজু চৌধুরী, আব্দুস সামাদ রনি, নুরুল ইসরাক মাহির ,বুরহান আহমদ প্রমুখ উল্লেখ্য ফাউন্ডশেনটি একটি সামাজকি সবোমূলক সংগঠন,আত্মমানবতার কল্যানে কাজ করা এই সংগঠনরে মূল লক্ষ্য ও উদ্দশ্যে।

এ বিভাগের অন্যান্য