সিলেটে মানসম্মত শিক্ষার দৃঢ় অঙ্গিকার এগিয়ে ইডেন গার্ডেন কলেজ

মুহিবুর রহমান ফাউন্ডেশন’র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

মবরুর আহমদ সাজু সিলেট

দিন বদলে গেছে বদলে গেছে এ যুগের চাহিদা তেমনি আজকের প্রজন্মর পছন্দের শিক্ষাকে জাতির কাছে আরো গুণগত মানে পৌঁছে দিতে । সিলেটে মানসম্মত শিক্ষার দৃঢ় অঙ্গিকার নিয়ে এগিয়ে চলছে মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি এবং ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজ। ফাউন্ডেশনের অন্যতম স্লোগান প্রাইভেট পড়াকে ‘না’ বলুন। প্রতিষ্ঠানগুলোর সাফল্য বোর্র্ড সেরা কলেজের স্বীকৃতি প্রাপ্তি ,পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল , ইঞ্জিনিয়ারিং ও বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তিতে শিক্ষার্থীদের রয়েছে ব্যাপক সাফল্য। অভিভাবকদের কাছে গ্রহণযোগ্যতার কারণ:রাজনীতি ও ধুমপানমুক্ত ক্যাম্পাস, প্রাইভেট পড়তে হয় না বলে অর্থ সাশ্রয়। কম জিপিএ নিয়ে ভর্তি হয়ে অধিক জিপিএ প্রাপ্তির রেকর্ড। শতভাগ পাশ, ব্যবসায় শিক্ষা শাখায় বোর্ডের সর্বাধিক প্রাপ্তি। ছাত্রীদের জন্য রয়েছে পৃথক ক্যাম্পাস। সিসিটিভি দ্বারা মনিটরিং ও সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা চালু। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে উপস্থিতি নিশ্চিতকরণ,স্মার্ট বোর্ড ব্যবহারের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তিতে পাঠদান ও দ্রুত ফলাফল মূল্যায়নের ব্যবস্থা রয়েছে সকল প্রতিষ্ঠানে । এছাড়া সাংস্কৃতিক অঙ্গনে ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা ইতোমধ্যে সচেতন মহলের প্রশংসা কুড়িয়ে এনেছে। এইচ.এচ.সি পরীক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যে মুগ্ধ অভিভাবক ও শিক্ষকম-লী। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক হোস্টেল, গাইড শিক্ষক দ্বারা ক্লাস ও হোম ওয়ার্ক আদায়ের ব্যবস্থা, সিসিটিভি দ্বারা মনিটরিং, রুচিশীল খাবার, উন্নতমানের আসবাবপত্র, সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সর্বোপরি শিক্ষার্থীদের জন্য রয়েছে শিক্ষাবান্ধব পরিবেশ। বিগত দিনে সিলেট কমার্স কলেজের সাফল্যে সিলেট বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্তি এবং অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সাফল্যের কথা ফলাও করে প্রচার করেছিলো। জাতীয় দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল ‘প্রতিষ্ঠার পাঁচ বছরেই বোর্ড সেরা সিলেট কমার্স কলেজ’, দৈনিক আমার দেশ’র শিরোনাম ছিল ‘সিলেট বোডের্র শীর্ষে সিলেট কমার্স কলেজ’, ও দৈনিক সিলেটের ডাক এর শিরোনাম ছিলো ‘বোর্ড সেরা সিলেট কমার্স কলেজের অনন্য সাফল্য’। এছাড়া অন্যান্য গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছিল সাফল্যের কথা। সর্বোপরি মুহিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ।ৃসিলেট ইডেন গার্ডেন কলেজ এখন সংযুক্ত হলো মুহিবুর রহমান ফাউন্ডেশন’র ‘শিক্ষা উদ্যোগ’র- সাথে সম্পূর্ণ নতুন আঙ্গিকে । শিক্ষাকে জাতির কাছে আরো গুণগত মানে পৌঁছে দিতে সিলেট ইডেন গার্ডেন কলেজ এখন স্বয়ংসম্পূর্ণ ভাবে নবযাত্রায় নবীন প্রজন্মর স্বপ্ন পূরনের অঙ্গিকারের যাত্রাপথে, জানাযায় এটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হবে সিলেটের মধ্যে,মুহিবুরথরহমান ফাউন্ডেশন’র ‘শিক্ষা উদ্যোগ’- সাথে স্বয়ংসম্পূর্ণতায় আরো যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবকটি , উন্নত শিক্ষা ব্যবস্থা, রূচিসম্মত পাঠ্যসূচি ও অত্যাধুনিক উপকরণ সমৃদ্ধ সুসজ্জিত ক্যাম্পাস এবং অভিজ্ঞ-দক্ষ পরিচালনা পর্ষদ ও প্রশিক্ষণপ্রাপ্ত, পরিশ্রমি শিক্ষকমন্ডলি’র শতভাগ আন্তিরিক প্রচেস্টায় পরিচালিত বিদ্যমান। মুহিবুর রহমান ফাউন্ডেশনর শিক্ষা উদ্যোগ’র- সাথে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট কমার্স কলেজ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি পর এবার নতুনত্ব দিয়ে সংযুক্ত হল সিলেট ইডেন গার্ডেন কলেজ ,একনিষ্ঠভাবে দায়িত্ব পালনে সচেষ্ঠ জাতির কাছে অগ্রণী ভুমিকা পালন করছেন সিলেটবাসীর আলোকিত মানুষ মুহিবুর রহমান ফাউন্ডেশন’র চেয়ারম্যান শিক্ষাবিদ মুহিবুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের সব কিছুর উর্ধ্বে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে যেমন শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার মানোন্নয়নের গুরুত্ব সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ,দক্ষ মানব সম্পদ তৈরি,যুগের চাহিদা পূরণ,তথ্য প্রযুক্তির উন্নতির চরম পর্যায়ের এই যুগে বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। এরূপ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা অর্জন অপরিহার্য। আর এই দক্ষতা-যোগ্যতা নিশ্চিত করতে পারে মানসম্পন্ন শিক্ষা। সায়েন্স আর্টস কমার্স একের ভিতর তিন বিভাগেই ভর্তির সুযোগ রয়েছে একাদশ শ্রেণিতে পছন্দের তালিকায় কোন কলেজ থাকবে তা নিয়ে নানামুখী বিশ্লেষণ করতে হয়েছে শিক্ষার্থীদের। যে কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ভালো আসন্ন একাদশ শ্রেণিতে ভর্তি হতে এমনটাই প্রত্যাশা করছেন একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুকরা ।

এ বিভাগের অন্যান্য