দিরাইয়ে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
‘‘কমাতে হলে মাতৃ মৃত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার” এই স্লোগানে মুখরিত হয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বেসরকারী অলাভজনক সংস্থা সীমান্তিক দিবসটি যথাযত মর্যাদায় উদযাপন করে। উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা অফিস প্রাঙ্গন পদক্ষিত করে এবং র্যালি পরবর্তী আলোচনা সভার অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দিরাই; বিশেষ : অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন : ডাঃ সুমন রায় চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার; মো: সামসুদ্দিন খান এএফপিঅ; পিযুষ কান্তি দেবনাথ, প্রগ্রাম অফিসার-মনিটরিং;মোঃ নূরুল আমিন, ডিসট্রিক টিম লীডার, এমআইএসএইচডি, প্রকল্প,সীমান্তিক; মো পারুল বেগম ,উপজেলা কোআর্ডিনেটর, ব্র্রাক। জনাব ডাঃ মোঃ মহবুবুর রহমান বলেন নিরাপদ মাতৃত¦ ও নিরাপদ সন্তান প্রসবে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে । জনাব পিযুষ বলেন, নিরাপদ মাতৃত¦ ও নিরাপদ সন্তান প্রসবে সীমান্তিক কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম পরিচালনা করছে, এ কার্যক্রমে বিশেষ করে নবদম্পতিরা তাদের ভবিষ্যৎ পরিবার পরিকল্পনা ও সন্তান ধারন বিষয়ে পরামর্শ পেয়ে থাকেন। ও সীমান্তিক নতুন দিন জেলা টিম লিডার জনাব মোঃ নরুল আমীন বলেন আমরা সবাই মিলে কাজ করলে নিরাপদ মাতৃত্যে ও নিরাপদ প্রসবে এগিয়ে যাবে দেশ । উক্ত আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী কর্মকর্তা ওকর্মচারী বৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রমুখ।