নববর্ষের দিনে পথ শিশুদের মুখে হাসি ফুটালেন কামরান
নববর্ষের দিনে পথ শিশুদের মুখে হাসি ফুটালেন কামরান
বাংলা নববর্ষের দিনে পথ শিশুদের মাঝে পথ শিশুদের মুখে হাসি ফুটালেন কামরান শনিবার পরিবারের পক্ষ থেকে খাদ্য বিতরণ করেন সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান । তার এই ব্যতিক্রমধর্মী ভালোবাসায় পথশিশুদের মুখে ফুটে উঠেছে বাংলা নববর্ষের রঙিন উল্লাস। খাদ্য সামগ্রী বিতরন কালে কামরান বলেন সকলেই ব্যস্ত শপিং নিয়ে কিংবা ঘুরোঘুরির পরিকল্পনা নিয়ে। হয়তো সকলেই মনের মতন জামা পরে আনন্দে উদযাপন কাটছে বাংলা উৎসব । কিন্তু সমাজে আরো একটি অংশ রয়ে গেছে যাদের কাছে উৎসবে আনন্দ কেবল বেচেঁ থাকার লড়াই, দুই বেলা খাওয়ার সংগ্রাম যাদের প্রতিনিয়ত মননে । আর সেই সকল অসহায় ও দুঃখী মুখগুলোর কথা ভেবে প্রতিবারের ন্যায় এবারো বাংলা নববর্ষের দিনে পথ শিশুদের মাঝে নিজ বাস ভবন ছড়ারপারে পরিবারের পক্ষ থেকে শতশত পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করছেন বলে জানান কামরান । তার এই বদান্যতা দেখে সবাই বলছেন মানবতার প্রতীক কামরানের বিকল্প নেই , তাঁর এই মমতাময় দৃষ্ঠান্ত কালের সাক্ষী হয়ে থাকবে সমাজের উজ্বল নজির স্থাপন করলেন তিনি খ্যাদ্য সামগ্রী বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন তারঁ সহধর্মীনি আসমা কামরান সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারি পরিচালক তার ডা: আরমান আহমদ শিপলু,ফারহানা আরমান প্রমুখ।