কামরানের পক্ষ থেকে শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
বাংলা নববর্ষ উপলক্ষে নগরীর বাগবাড়ীস্থ সরকারি শিশু পরিবার, ছোটমণি নিবাস ও সেইফ হোমের শিশুদের মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বাগবাড়ী শিশু নিবাসের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কামরানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারি পরিচালক তার ছেলে ডা: আরমান আহমদ শিপলু তিনি খাদ্য সামগ্রী বিতরন কালে ডা: আরমান আহমদ শিপলু বলেন
পথ-শিশুরা আমাদের সমাজেরই অংশ, আমাদের মতোই মানব সন্তান। এই পথ-শিশুরা নিষ্পাপ, তাদের মাঝে কোনও সাম্প্রদায়িকতার বোধ নেই, তাদের মাঝে কোনও রাজনীতি-বোধও নেই। তারা হিন্দু মুসলিমের মাঝে বিভেদ করতে জানে না, জানে না ওরা আওয়ামীলীগ বিএনপি। তাদের মাঝে একটি বোধই বিদ্যমান তা হলও নিষ্ঠুর জীবনের বেঁচে থাকার সহজাত প্রবৃত্তি। পথ শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে খুব আনন্দিত
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক ডা. আরমান আহমদ শিপলু, ফারহানা আরমান, সরকারি শিশু পরিবারের সহকারী পরিচালক রফিকুল হক, সমাজসেবা অফিসার মো. আব্দুল মুন্তাকিম, সমাজসেবা অফিসার আবু সাঈদ মিয়া, লুৎফুর রহমান, দেলোয়ার হোসেন, রায়হান চৌধুরী, জাহেদ হোসাইন মূসা, আমির তারেক, রাশেদ আহমদ প্রমুখ।