নববর্ষে প্রধানমন্ত্রীর উপহার জাফলং সেতুর উদ্বোধন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পিয়াইন নদীর উপর জাফলং সেতুর উদ্বোধন করা হয়েছে। গোয়াইনঘাটবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলা নববর্ষ ১৪২৫ সালের উপহার হিসেবে সেতুর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ। সেতুটির উদ্বোধনের মাধ্যমে গোয়াইনঘাটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হলো। গতশনিবার সকাল ১১টায় সেতুটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমনার আহমদ। পরে পূর্ব জাফলং ইউনিয়নবাসীর উদ্দোগে স্থানীয় জাফলং বাজার মাঠে জনসভায় বক্তব্য রাখেন ইমরান আহমদ। পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা সামছুল আলম ও মোজ্জাম্মেল হোসেন মেননের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ এমপি বলেন- গোয়াইনঘাটবাসীর দীর্ঘদিনের দাবি এ সেতুটির উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় ও তাঁরই নির্দেশে গোয়াইনঘাটবাসীর জন্য নববর্ষের এই দিনে জনসাধারণের জন্য এ সেতুটি খোলে দেওয়া হলো। তিনি আরোও বলেন- প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে ৩ শত ৬০ মিটার দৈর্ঘ্য ও ৮.১০ মিটার প্রস্থের এ সেতুটি বাস্তবায়ন করেছেন টিকাদারি প্রতিষ্ঠান এমএনও ( জেবি) পি.সি র্গাডার প্রকল্পের এ সেতুটিতে অর্থায়ন করেছে এলজিইডি । তিনি এ সেতুটি বাস্থবায়নে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকতা বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, অফিসার ইনচার্জ মোঃ দেওলোয়ার হোসেন, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মোঃ আসলাম মিয়া, ইসমাঈল আলী মাস্টার, সুভাস চন্দ্র পাল ছানা, এম নিজাম উদ্দিন, মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তা কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র-সহ সভাপতি গোলাম রাব্বানী সুমন প্রমুখ।