সত্যাসত্যের লড়াই: মামুন আনসারী
আদম থেকে মুহাম্মদী
সৃষ্টি থেকে আজ অবধি
কোটি মানুষ এলো গেলো
এই দুনিয়ার পরে,
কত শক্তি মহারথী
সবার একই পরিণতি
নাই ভেদাভেদ এলোমেলো
বিশ্ব ঘরে ঘরে।
রক্তে জাগে অসীম তৃষা
আশার ছলে মৃগতৃষা
দীপ্তহাতে যুদ্ধসাজে
বিজয় নিশান ধরে,
মরুভূমি থেকে আসে
মধুর বাণী মুখে ভাসে
মানবকুলে সকাল সাঁঝে
আলোর মিছিল ওড়ে।
মূর্খ বাবা মিথ্যেবাদী
ছলাকলায় আশাবাদী
ধোঁকাবাজি শয়তানি
সবই হলো বিফল,
আসমানের-ই কথা শুনে
মানুষ আসে নিযুতগুণে
আল্লাহ্ নবী মুহাম্মদী
তার-ই কথা আসল।
বাঁধার পাহাড় অহুদ খন্দক
দেয়নি তারা পায়ের বন্ধক
সামনে চলে ঢাল তলোয়ার
সাম্য প্রীতি মুখে,
ভালোবাসায় আদান প্রদান
সত্য কথায় মহা-পরাণ
মিথ্যা হলো জান-জানোয়ার
বিজয় এলো বুকে।
জুবা, সাউথ টাউন ২৭.০২.২০১৯ খ্রি.