ডিজিটাল বোর্ডে ভেসে উঠল—‘চাচা, হাসু কোথায়?’

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল- ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনীতে অবস্থিত কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিরাময় ডেন্টাল কেয়ার অবস্থিত। প্রতিষ্ঠানটির ডিজিটাল সাইনবোর্ডে বুধবার সন্ধ্যায় হঠাৎ করে নিয়মিত লেখা পরিবর্তন হয়ে তাতে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’ লেখা স্ক্রল করতে থাকে।

বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি জানতে পেরে নিরাময় ডেন্টাল কর্তৃপক্ষ দ্রুত সাইনবোর্ডটি বন্ধ করে দেয়।

এ বিষয়ে নিরাময় ডেন্টাল কেয়ারের টেকনিক্যাল ডিরেক্টর মারজান সিদ্দিকী বলেন, ‘আমাদের সাইনবোর্ডে কে বা কারা হ্যাকিংয়ের মাধ্যমে লেখা পরিবর্তন করে অন্য লেখা প্রকাশিত করে।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি আমরা জানতে পেরে বিব্রতকর অবস্থায় পড়ি। সঙ্গে সঙ্গে সাইনবোর্ড বন্ধ করে দেই এবং এর টেকনিক্যাল সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করে সেটি প্রতিস্থাপন করি।’ 

এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় জিডি করেছেন জানিয়ে তিনি বলেন, ‘কে বা কারা করেছে সেটা জানি না। তবে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

’এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ বুধবার রাতেই ওই প্রতিষ্ঠানে গিয়েছিল। তখন সেটি বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী সমিতির কয়েকজন থানায় আসেন। তাঁরা জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে ব্যবসায়ীরা কেউ জড়িত নন।

’ এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য