অস্ত্র ঠেকিয়ে বিয়ের চেষ্টা, ৯৯৯-এ ফোন
ফরিদপুর জেলা সদরে একাধিক মামলার আসামি মেহেদী হাসান দিদার (৪২) নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার। এদিন আওয়ামী লীগের আরো দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকা থেকে দিদারকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে এক তরুণীর বাড়িতে গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাকে শ্লীলতা হানির চেষ্টা করেন দিদার। তরুণীকে অস্ত্রের মুখে তাকে (দিদার) বিয়ে করতে হবে মর্মে জিম্মি করেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক জানান, দিদারে বিরুদ্ধে কোতয়ালী থানায় ৯টি মামলা রয়েছে। এ ছাড়া বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক আরো একটি মামলা করে।
অপরদিকে জেলা সদর এলাকায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া (৩৮) ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম সজিব (৩২)।