সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না দুদিন
সিলেটের সময় ডেস্ক :
সিলেট মহানগরের কয়েকটি এলাকায় মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ জানুয়ারি) দুদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ১৬ এলাকায় ৮ ঘন্টা বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তমহানগরের কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, আলুরতল, গোপালটিলা, মদনীবাগ, এমসি কলেজ, টিলাগড় এবং আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।