আর গুম-খুনে জড়াবে না র্যাব : মহাপরিচালক
র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, কারো নির্দেশে র্যাব আর গুম, খুনে জড়াবে না। আমি যত দিন দায়িত্ব পালন করব তত দিন র্যাব গুম, খুনে জড়িত হবে না- এ নিশ্চয়তা দিচ্ছি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহিদুর রহমান।
র্যাবের নেতিবাচক কাজের জন্য দুঃখ প্রকাশ করে এলিট ফোর্সটির মহাপরিচালক বলেন, ‘র্যাবের বিরুদ্ধে গুম-খুনের কিছু অভিযোগ আছে।
শহিদুর রহমান আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে, তবে প্রত্যাশিত জায়গায় এখনো যায়নি।
গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান র্যাবের ডিজি। তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
র্যাব মহাপরিচালক আরো বলেন, ‘৫ আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র্যাব।