নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী
বিনোদন ডেস্ক ঃ
ভালো যাচ্ছে না চিত্রনায়ক নিরব হোসেনের সংসারজীবন। আজ বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আনেন তারই স্ত্রী কাসফিয়া তাহের চৌধুরীর ঋদ্ধি। অভিনেতার স্ত্রীর দুটি ফেসবুক পোস্ট ঘিরেই এই জল্পনা রটে। তবে এখন সুর পাল্টালেন ঋদ্ধি। জানালেন, নিরবের বিবাহবর্হিভূত সম্পর্কের কোনো ভিত্তি নেই।
কয়েক ঘণ্টা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকার পর দুপুরের দিকে নতুন একটি পোস্টে বিষয়টি খোলাসা করে ঋদ্ধি লিখেছেন, ‘গতকাল রাতের প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমাপ্রার্থী। সে (নিরব) সরাসরি আমার সঙ্গে প্রতারণা করেনি। তার এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল, যা ছিল একপাক্ষিক যোগাযোগ। মুহূর্তের উত্তেজনায় আমি স্ট্যাটাস দিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘এই যোগাযোগের জন্য সে কোনোভাবেই দায়ী নয়। যে কারণে বিবাহবর্হিভূত সম্পর্কের কোনা ইস্যুই নেই। আমার সদয় অনুরোধ এই বিবৃতি নিয়ে কোনো নিউজ করবেন না।’
যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত চিত্রনায়ক নিরবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কারণ বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। জানা গেছে, সেখানে বেশকিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন এই অভিনেতা।
এর আগে এক পোস্টে ঋদ্ধি বলেছিলেন, ‘বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’
এরপর বিস্তারিত তুলে ধরে আরও একটি পোস্ট দেন নায়কপত্নী। যদিও সবশেষ পোস্টে সেগুলো ‘হিট অব দ্য মোমেন্ট’ বলে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ভালোবেসে কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে বিয়ে করেন চিত্রনায়ক নিরব। প্রথমে পরিবার থেকে বাধা এসেছিল। তাদের মেনে নিতে পারেননি ঋদ্ধির বাবা। এমনকি জামাতা নিরবের বিরুদ্ধে অপহরণের মামলাও দিয়েছিলেন তিনি। কিন্তু এক পর্যায়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হয়। বর্তমানে নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।