পাকিস্তানের জামাই হচ্ছেন বাদশা?
বিনোদন ডেস্ক ঃ
ভারত এবং পাকিস্তানের তারকাদের মধ্য প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খান থেকে সোনালী বেন্দ্রে-শোয়েব আখতারসহ এমন বহু গুঞ্জন বাতাসে ভেসে বেড়িয়েছে। এবার সে গুঞ্জনের তালিকায় যোগ হয়েছে ভারতীয় র্যাপার বাদশা এবং পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম।
সে মুহূর্তের কিছু ছবি নেটদুনিয়ায় প্রকাশও করেন অভিনেত্রী। সেখান থেকেই রটে যায় বাদশার পাকিস্তানের জামাই হওয়ার গুঞ্জন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন।
মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’ এরপর থেকে নেটিজেনরা ভেবে বসেন ভারতীয় এই গায়ক হানিয়াকে জীবনসঙ্গী করতে চলেছেন!
অবশ্য দুবাইয়েই প্রথম নয়, এর আগে লন্ডনে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও বাদশা ও হানিয়ার অন্তরঙ্গতা দেখা যায়।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা এই প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বাদশা বলেছেন, ‘হানিয়া আমার খুব ভাল বন্ধু, এবং আমাদের মধ্যে একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আমরা যখনই দেখা করি তখন আমরা অনেক মজা করি এবং এটুকুই। সে তার জীবনে সুখী আর আমি আমার জীবনে। আমাদের সমীকরণটি দুর্দান্ত, তবে লোকেরা প্রায়ই এটির ভুল ব্যাখ্যা করে এবং তবে তারা যা বিশ্বাস করতে চায় তা দেখতে পায়।’
চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন হানিয়াও। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুজব থেকে দূরে থাকতাম। বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি…. আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’