ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭০
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩২৬ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৭০ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৭ হাজার ১৩৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের। অন্য দুজন চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৩০৫ ডেঙ্গু রোগী।
বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৫২৮ ডেঙ্গু রোগী।