বাসায় ঢুকে বৃদ্ধাকে হত্যা, টাকা-স্বর্ণালঙ্কার লুট
সিলেটের সময় ডেস্ক :
পিরোজপুরে দিনে দুপুরে শিক্ষক দম্পত্তির বাসায় ঢুকে শেফালি বেগম(৭২) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় এ ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শেফালি বেগম স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমী স্কুলের শিক্ষক এনামুল হক মিলনের মা।
নিহতের ছেলের বউ রুবিনা রহমান শ্রাবনী বলেন, ‘ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহজিদ মাদ্রাসায় পড়ে। সে দুপুরে মাদ্রাসা থেকে এসে ঘরে ঢুকে তার দাদীকে অচেতন দেখে অনেক ডাকাডাকি করে। পরে ছেলে স্কুলে এসে আমাকে জানালে আমি বাসায় আসি। এসে দেখতে পাই, শাশুড়ির গলা, হাত, পা, মুখ বাঁধা। এ সময় বাসার সব কিছু তচনছ দেখতে পেয়ে ঘরের আলমারির কাছে গিয়ে দেখি আলমারি ভাঙা। পরে প্রতিবেশিদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমার শাশুড়িকে মৃত ঘোষণা করেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘দুর্বৃত্তরা আমার বাসা থেকে নগদ বেশ কিছু টাকাসহ ৭-৮ ভরি স্বর্ণ লুট হয়েছে।’
সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রুহুল আমীন অসিম জানান, এনামুল হক এবং তার স্ত্রী পৃথক স্কুলে চাকরি করেন। ঘটনার সময় তারা উভয়ে স্কুলে ছিলেন। এমনকি তার দশ বছরের একটি ছেলে মাদ্রাসায় গিয়েছিল। শুনেছি তার বাসায় কে বা কারা প্রবেশ করে ঘরে থাকা এনামুলের মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেঁচিয়ে মেরে ঘরে থাকা টাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।’
ইউপি সদস্য মো. বছিদ তালুকদার জানান, তাদের দুইতলা একটি দালান ঘর। যার নিচতলা কমপ্লিট হয়নি। দ্বিতীয় তালায় তারা থাকতেন। দুপুরে এনামুলের ঘরে দুর্বৃত্তরা ঢুকে তার মাকে মেরে স্বর্ণালংকারও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।
স্বরুপকাঠী থানার ওসি মো. বনি আমীন জানান, তিনিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এটা ডাকাতি না অন্য কিছু, তা এখনো বলা যাচ্ছে না। তবে এ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।