ভারতের ভিসা পেলেন না ফারিণ

বিনোদন ডেস্ক ঃ

 

কলকাতার জনপ্রিয় নির্মাতা অভিজিৎ সেন। ‘টনিক’, ‘প্রজাপতি’ ও ‘প্রধান’র মতো সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি। এই নির্মাতার পরবর্তী সিনেমার নাম ‘প্রতীক্ষা’। এতে দেবের নায়িকা হওয়ার কথা ছিল তাসনিয়া ফারিণের। কিন্তু ভিসা জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিণ নিজেই।

জানান, আগামী নভেম্বরে কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমার শুটিং শুরুর কথা ছিল। আর চলতি মাসেই ভারতে এর প্রাক শুটিংপর্ব শুরু হচ্ছে। কিন্তু ভারতের ভিসা জটিলতাসহ নানা অনিশ্চয়তা তৈরি হওয়ায় সিনেমাটি করছেন না তিনি।

ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম, সিনেমাটিও আপাতত হচ্ছে না।’

শুটিংয়ের তারিখ যতই এগিয়ে আসছিল, ততই চিন্তিত হয়ে পড়ছিলেন অভিনেত্রী। এবার সিনেমাটি ছেড়ে দেওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘সিনেমার কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’

এর আগে, কলকাতার ‘পাত্রী চাই’ নামের আরও একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। তবে গেল বছর সেটিও বাতিল হয়েছে।

উল্লেখ্য, ‘আরও এক পৃথিবী’ দিয়ে টালিউডের বড়পর্দায় অভিষেক হয় ফারিণের। এটি পরিচালনা করেন অতনু ঘোষ। এছাড়া গেল মে মাসে দেশে মুক্তি পায় ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’, যা পরিচালনা করেন ধ্রুব হাসান।

এ বিভাগের অন্যান্য