আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরাতে কার্যক্রম শুরু করব : পররাষ্ট্র উপদেষ্টা
সিলেটের সময় ডেস্ক :
আদালত নির্দেশ দিলে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের এ সংক্রান্ত একটি চুক্তি আছে। আইন-আদালত যদি চায় তাহলে আমরা তাকে ফেরত আনার কার্যক্রম শুরু করব। ফেরত দেওয়া বা না দেওয়া সেটি ভারতের ব্যপার। চাইলে দিতে পারার কথা। এ বিষয়ে এখনই আসলে কিছু বলা ঠিক হবে না।’
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফেরত চাইলে দিতে হবে সেটা আমি মিন করিনি। আমি বলেছি যে, যদি লিগ্যাল প্রশ্ন আসে আমরা তো ফেরত চাইতেই পারি। আমি জানি না সেটা কীভাবে হবে।’
শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাস প্রসঙ্গে তিনি বলেন, ‘পাসপোর্ট বাতিল হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা সম্পর্কে সরকার অবগত নয়। লাল পাসপোর্ট অটোম্যাটিকালি বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। এটা তো আমি বলতে পারব না।’
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের হওয়া সর্বশেষ সমঝোতা স্মারকগুলো (এমওইউ) পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না সেটি তো আমারা দেখতেই পারি। সে অনুযায়ী স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব।’
বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেখা যাচ্ছে সড়ক অবকাঠামোসহ অনেক প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। ঠিকাদাররাও নেই। এ প্রকল্পগুলোর বিষয়ে সরকারের মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘দেখুন একটা বিপ্লবের পর কিছু সমস্যা থাকে। সেটি এখানেও ছিল। আমরা ধীরে ধীরে সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন তারা হয়তো নিরাপত্তার কারণে বন্ধ রেখেছেন। কিছুদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এক ধরনের ভীতি আছে, আশা করি দ্রুতই এটি কেটে যাবে।’