কলকাতা-পাঞ্জাবের ৫২৩ রানের টি-টোয়েন্টি ম্যাচে যত রেকর্ড

খেলাধুলা ডেস্ক ঃ

 

আইপিএলে চলতি মৌসুমে যেভাবে রান আসছে তাতে কলকাতা নাইট রাইডার্সের ২৬১ রানে খুব একটা অবাক হয়নি ক্রিকেটবিশ্ব। তবে পাঞ্জাব কিংস যে অবলীলায় সেই রান টপকে যাবে সেটি হজম করতে একটু সময় লেগেছে দর্শকদের। টি-টোয়েন্টিতে এটাই যে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়!

গতকাল শুক্রবার কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে স্বাগতিক দলকে স্তব্ধ করে দেয় পাঞ্জাব। ৮ উইকেটের বড় জয়ে ৪৮ বলে ১০৮ রান করে যেখানে ম্যাচের নায়ক জনি বেয়ারস্টো। ২০ বলে ৫৪ রান করে কম যাননি ইমপ্যাক্ট খেলোয়াড় প্রাভসিমরান সিংও।

আইপিএলে ২৬২ রানই পাঞ্জাবের ইতিহাসের সেরা। এছাড়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের যৌথ সর্বোচ্চ রানও এটি। এই মৌসুমেই দ্বিতীয় ইনিংসে ২৬২ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সেই ম্যাচে হার দেখতে হয় কোহলিদের।

টি-টোয়েন্টিতে রান সবচেয়ে বেশি রান তাড়া করে জয়

২৬২- পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, কলকাতা, আইপিএল ২০২৪

২৫৯ – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেঞ্চুরিয়ান, ২০২৩

২৫৩ – মিডলসেক্স বনাম সারে, ওভাল, টি-টোয়েন্টি ব্লাস্ট ২০২৩

২৪৪ – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, অকল্যান্ড, ২০১৮

২৪৩ – বুলগেরিয়া বনাম সার্বিয়া, সোফিয়া, ২০২২

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়

২৬২ – পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২৪

২২৪- রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস, ২০২০

২২৪ – রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২৪

২১৯ – মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, ২০২১

আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও ভেঙেছে পাঞ্জাব কিংস। কলকাতার বিপক্ষে ২৬২ রান তাড়া করার সময় পাঞ্জাবের ব্যাটাররা ২৪টি ছক্কা মারে। এর মধ্যে প্রাভসিমরান সিং ৫টি, জনি বেয়ারস্টো ৯টি, রাইলি রুশো ২টি ছক্কা হাঁকান। ৬৮ রানে অপরাজিত থাকা শশাঙ্ক সিংও হাঁকান ৮টি ছক্কা।

আইপিএলের এক ইনিংসে সর্বাধিক ছক্কা

২৪ – পাঞ্জাব বনাম কলকাতা, ২০২৪

২২ – হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু, বেঙ্গালুরু, ২০২৪

২২ – হায়দরাবাদ বনাম দিল্লি, দিল্লি, ২০২৪

২১ – বেঙ্গালুরু বনাম পুনে, বেঙ্গালুরু, ২০১৩

কলকাতা ও পাঞ্জাবের ম্যাচে মোট রান হয়েছে ৫২৩। কলকাতার হয়ে ব্যাটে আগুন ঝড়িয়েছেন ফিল সল্ট-সুনীল নারিনরা। কোনো আইপিএল ম্যাচে এটি তৃতীয় সর্বোচ্চ রান। প্রথম দুইটি ঘটনাও এই মৌসুমেই।

আইপিএল ম্যাচে সর্বোচ্চ রান

৫৪৯ – বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ, বেঙ্গালুরু, ২০২৪

৫২৩ – হায়দরাবাদ বনাম মুম্বাই, হায়দ্রাবাদ, ২০২৪

৫২৩ – কলকাতা বনাম পাঞ্জাব, কলকাতা, ২০২৪

৪৬৯- চেন্নাই বনাম রাজস্থান, চেন্নাই, ২০১০

৪৬৫ – দিল্লি বনাম হায়দরাবাদ, দিল্লি, ২০২৪

এ বিভাগের অন্যান্য