সাকিব-তামিমরা ঈদের শুভেচ্ছা জানালেন
খেলাধুলা ডেস্ক ঃ
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ। আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এই উৎসবের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন ক্রিকেটাররাও। দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদরা দিয়েছেন শুভেচ্ছা বার্তা। নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও শুভেচ্ছা জানিয়েছেন।
সাকিব আল হাসান ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ফেসবুক পোস্টে লিখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।
তামিম ইকবালও ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।
এদিকে নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ঈদুল ফিতরের এই বরকতময় সময়ে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক! এ ছাড়া ক্রীড়াঙ্গনের আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।