বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

সিলেটের সময় ডেস্ক :

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মো. সাইফুল ইসলাম (২২) নামে এক যুবককে খুনের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেছে।

বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করা হয়েছে।

এছাড়াও আরো কেউ জড়িত আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য