কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই চিকিৎসকের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলা আহত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন।

বুধবার ভোরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ছেলে আলী রেজা বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে বাবার মৃত্যু হয়েছে।

নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠসংলগ্ন জে লাইনে গত ৫ এপ্রিল কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন তিনি। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য