দক্ষিণ সুরমার হোটেলে থেকে ১০ নারী-পুরুষকে গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার তিতাস অবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইমরান শেখ (১৮), শামসুল মিয়া (২৬), ময়না আহমদ (২৫), আসাদ শেখ (২৪), মোঃ কুটি মিয়া (৪২), সজিব দাস (২৬), রুবেল মিয়া (২২), শারমিন (২৫), পারভিন আক্তার লিজা (২৬), শ্যামলি খাতুন (২৬)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দক্ষিন সুরমা থানা থেকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।