সাবেক এমপি পারভিন হক সিকদারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদরের বিরুদ্ধে ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণা’ ও ‘সরকারি তহবিল খরচের’ অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুদককে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
একাদশ জাতীয় সংসদে পারভিন হক সংরক্ষিত নারী আসনের (শরীয়তপুর-৩৯) সংসদ সদস্য ছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।
আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন পারভীন হক সিকদার। রিট আবেদনকারী জানতে পারলেন সাবেক এই সংসদ সদস্যের বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টের সঙ্গে (লাল পাসপোর্ট) যুক্তরাষ্ট্রের পাসপোর্টও ছিল।
এ আইনজীবী বলেন, সংসদ সদস্য হওয়ার যোগ্য না হয়েও তিনি সংসদীয় সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারের বিরুদ্ধে রিট আবেদনকারী আসিফ সরকারের অভিযোগ অনুসন্ধান করে কেন তা নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হবে না এবং অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে পারভীন হক সিকদারের বিরূদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
রিট আবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০১৪ সালের ৭ এপ্রিল পারভিন হক সিকদারকে ১০ বছরের জন্য পাসপোর্ট দেয়। এর মেয়াদ চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত।