অবৈধভাবে মজুদকৃত ১২৮ টন গম জব্দ, গুদাম সিলগালা
নওগাঁর মান্দা উপজেলায় মাসুদ রানা নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ১২৮ মেট্রিক টন গমসহ সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে। ভোগ্য পণ্য মজুদের দায়ে তাঁকে আটক করা হয়েছে। এ ছাড়া গুদামটি সিলগালা করা হয়েছে। তিনি লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
জব্দ করা মালের মধ্যে সয়াবিন তেল ২০ হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা/ময়দা আট হাজার কেজি, অ্যাংকর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি চার হাজার ৫০ কেজি, ছোলা চার হাজার ৭০০ কেজি এবং লবণ এক হাজার ২০০ কেজি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘মালগুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হয়।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।