চীনে আবার অগ্নিকাণ্ড, নিহত ৩৯

সিলেটের সময় ডেস্ক : 

চীনের জিয়াংসি প্রদেশের জিয়াংজি শহরের একটি রাস্তার দোকানে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে চীনা রাষ্ট্রীয় মিডিয়া এবং স্থানীয় সরকার বুধবার (২৪ জানুয়ারি) জানিয়েছে। এখনো অনেক মানুষ ভেতরে আটকা রয়েছে বলে জানা গেছে।

চায়না ডেইলির খবরে স্থানীয় ফায়ার রেসপন্স ইমার্জেন্সি হেডকোয়ার্টার জানিয়েছে, ‘বুধবার স্থানীয় সময় বিকেলে জিয়াংজি প্রদেশের সিনইউ নগরীর ওই দোকানটিতে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় বেজমেন্ট থেকে।

’ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে কতজন আহত হয়েছেন তা প্রকাশ করা হয়নি সরকারি বিবৃতিতে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফফরম ওয়েইবোর একটি  ভিডিও ফুটেজে, রাস্তার ওপর থাকা দোকান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় এবং তা আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে গেছে। লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি নিউজ অনুসারে, যে ভবনে আগুন লেগেছিল সেখানে মাটির নিচে একটি ইন্টারনেট ক্যাফে এবং ওপরের তলায় একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিল।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।বুধবারের এ ঘটনার মাত্র কয়েক দিন আগে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে ১৩ শিশু মারা যায়। দায়িত্বে অবহেলার কারণে এই ঘটনায় স্কুলের সাত কর্মীকে পুলিশ হেফাজতে নিয়েছে। দেশটিতে সর্বশেষ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন,  দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।

সূত্র : রয়টার্স

এ বিভাগের অন্যান্য