চীনে আবার অগ্নিকাণ্ড, নিহত ৩৯
চীনের জিয়াংসি প্রদেশের জিয়াংজি শহরের একটি রাস্তার দোকানে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে চীনা রাষ্ট্রীয় মিডিয়া এবং স্থানীয় সরকার বুধবার (২৪ জানুয়ারি) জানিয়েছে। এখনো অনেক মানুষ ভেতরে আটকা রয়েছে বলে জানা গেছে।
চায়না ডেইলির খবরে স্থানীয় ফায়ার রেসপন্স ইমার্জেন্সি হেডকোয়ার্টার জানিয়েছে, ‘বুধবার স্থানীয় সময় বিকেলে জিয়াংজি প্রদেশের সিনইউ নগরীর ওই দোকানটিতে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় বেজমেন্ট থেকে।