চুনারুঘাটে নলকূপ প্রধানের নামে অর্থ আত্মসাৎ’র অভিযোগ
সিলেটের সময় ডেস্ক :
চুনাগভীর নলকূপ প্রদানের নামে অর্থ আত্মসাৎ আত্মশতের অভিযোগে চুনারুঘাট নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন মিরাশি ইউনিয়নের লাথুরগাঁও গ্রামের শওকত আলী বাবুল নামে এক ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে জানা যায়
অভিযোগ কারি শওকত আলী বাবুল মিরাশি ইউনিয়নের বড়াব্দা গ্রামের মৃত হাজী সিকান্দর আলী, ছেলে বড়াব্দা, তিনি হাজী সিকান্দর আলী ইসলামী একাডেমীর প্রতিষ্ঠানের সুপেয় পানির সুবিধার্থে একটি গভীর নলকূপ বরাদ্দ পাওয়ার জন্য প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বরাবর আবেদন করলে তিনি তা মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের মনির হোসেন সরকার ৩০০০০ (ত্রিশ হাজার) টাকা ঘোষ দাবি করলে তিনি টাকা পরিষোদ করে। কিন্ত দির্ঘ দিন অদ্যবদি গভীর নলকূপ স্থাপনের কোন ব্যবস্থা করে দীর্ঘদিন ধরে ূপম দিচ্ছি বলে মনির হোসেন সরকার আমাকে হয়রানী করছেন এবং আমার টাকাও ফেরত দিচ্ছেন না বলে তিনিচুনারুপাট নির্বাহী কর্মকর্তা বরাবরের অভিযোগ দায়ের করেন।