রহস্যময় ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক ঃ

 

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। বরং প্রেম-বিচ্ছেদ নিয়ে ঢের সমালোচিত হয়েছেন। ফের প্রেমের গুঞ্জনে খবরের শিরোনাম হলেন কঙ্গনা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার (১২ জানুয়ারি) মুম্বাইয়ে একটি অভিজাত সেলুনের বাইরে দেখা যায় কঙ্গনাকে। এসময় এক বিদেশি যুবকের হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় তাকে। এরপর থেকে গুঞ্জন উড়ছে, রহস্যময় এই যুবকের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা।

যুবকের সঙ্গে কঙ্গনার বেশ কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘আমি রহস্যময় যে ব্যক্তির সঙ্গে প্রায়ই সেলুনের বাইরে আড্ডা দিই, সে বিষয়ে অসংখ্য মেসেজ, ফোন কল পেয়েছি। বিষয়টি নিয়ে মিডিয়া কাল্পনিক সব কথা লিখছে। একজন নারী ও পুরুষ একসঙ্গে রাস্তায় হাঁটতেই পারে আর সেখানে সেক্সুয়াল বিষয় ছাড়াও অনেক কারণই থাকতে পারে। তারা হতে পারেন সহকর্মী, বন্ধু কিংবা ভাই-বোন।’

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

এ বিভাগের অন্যান্য