পল্টন থানার মামলায় রংপুর থেকে বিএনপি নেতা গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকা পল্টন থানায় মামলার আসামি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মোকাররম হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমাবার বেলা আড়াইটার দিকে বড়াইবাড়ি এলাকার নিজ বাড়ির সামনে থেকে রংপুরের পুলিশ তাকে গ্রেফতার করেন। সুজন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা পল্টন মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থানায় ও পুলিশের ওপর হামলা চালায়। ওই ঘটনার সাথে জড়িত ছিলেন মোকার্রম হোসেন সুজন।  এছাড়াও রংপুরে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, গ্রেফতার মোকার্রম হোসেন সুজন ঢাকার পল্টন মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার সুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য