মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১০ অভিবাসন প্রত্যাশী নারীর
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের একটি মহাসড়কে গাড়ি উল্টে অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই কার্গো ট্রাকে তারা লুকিয়ে ছিল বলে জানা গেছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, গুয়াতেমালা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকের চালক দুর্ঘটনার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
দুর্ঘটনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মোটরওয়ের একটি অংশে হয়েছে।
অভিবাসী নিয়ে সড়ক দুর্ঘটনা মেক্সিকোতে অস্বাভাবিক নয়। কারণ অনেক মানুষ অননুমোদিত এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনে দেশটি অতিক্রম করে মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।
সূত্র: বিবিসি
