নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩
নেদারল্যান্ডসের রটারডামের একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এই বন্দুক হামলা চালানো হয। ৩২ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত তিনজন হলেন ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪৩ বছর বয়সী একজন শিক্ষক। বন্দুকধারী প্রথমে মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালায়। এতে বাড়িটিতে আগুন ধরে যায়। সেখানে ওই নারী এবং তার মেয়েকে গুলি করে।
মেডিকেল সেন্টারে হামলার সময় ভীতসন্ত্রস্ত চিকিৎসাকর্মীদের বেরিয়ে আসতে দেখা যায়। স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদেরও বের করে আনেন তারা।
এক ব্রিফিংয়ে রটারডাম পুলিশ কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী দুই বছর আগেও প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
সূত্র: বিবিসি