পাপনের ভালো দিক-খারাপ দিক জানালেন সাকিব
খেলাধুলা ডেস্ক ঃ
২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েছেন নাজমুল হাসান পাপন। সেই থেকে এখন পর্যন্ত তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যেকোনো বিষয়ে দেখা যায় পাপনের সরব উপস্থিতি। তাকে নিয়ে আছে নানা আলোচনা-সমালোচনা। তাকে অনেক কাছ থেকে দেখেছেন বাংলাদেশকে সব ফরম্যাটেই বিভিন্ন মেয়াদে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান। বর্তমান এই অধিনায়কের চোখে পাপন কেমন? ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসকে সোজাসাপটা উত্তর দিয়েছেন সাকিব।
সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, দীর্ঘদিন কাজ করার সুবাদে তার মধ্যে যদি কোনো ভালো দিকে খুঁজে বের করতে বলা হয়, কোনটিকে বেছে নেবেন? সাকিবের জবাব, ‘জাতীয় দলের জন্য সবকিছু করতে রাজি আছেন (পাপন ভাই)।’
এরপরই জানতে চাওয়া হয় পাপনের মন্দ দিক সম্পর্কে। যেখানে সাকিব হাসতে হাসতে জবাব দেন, ‘মে বি ইন্টারভিউ (হয়তো সাক্ষাৎকার)’।
নাজমুল হাসান পাপন ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খুবই সরব থাকেন। প্রত্যেক বিষয়ের সঙ্গেই সাধারণত নাম উঠে আসে তার। এটা ভালো নাকি মন্দ, এমন প্রশ্নে সাকিবের জবাব, ‘দুটোই। নিতে পারলে ভালো। যারা নিতে পারে না, তাদের জন্য অনেক ডিফিকাল্ট।’
পাপনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সাকিব বলেন, ‘আমার সঙ্গে (সম্পর্ক) কখনো অস্বস্তির হয়নি। আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমি ওনাকে বুঝি। উনি আমাকে বোঝেন। আমাদের মধ্যে কথা হয়, এমন হলে ভালো হতো, অমন হলে ভালো হতো। যে আলোচনাটা হয়, ফলদায়ক হয়।’